হুগলি, ৬ এপ্রিল:- জয় হনুমান, জয় বজরঙবলি , ওটা শুভেন্দুর বাবার একার নয়, চাঁপদানীতে রামনবমী নিয়ে বিস্ফোরক মন্তব্য কল্যাণ ব্যানার্জির। এবার সক্রিয়ভাবে রামনবমীতে অংশ নিল তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রথমে শ্রীরামপুরে বিবি দের স্ট্রীটে হনুমানজির পুজো করলেন তিনি। সেখানেই অঞ্জলি দিতে দেখা গেল সংসদ কল্যাণ ব্যানার্জিকে। সেখান থেকেই তিনি চাঁপদানী একাধিক মন্দিরে হনুমানজির মূর্তিতে মালা দিয়ে পুজো করেন তিনি।
সেখানেই সাংসদের মুখে শোনা যায় রাম নাম। জয় হনুমান , জয় বজরংবলী নাম করেই তিনি বলেন এগুলো শুভেন্দু অধিকারীর বাবার একার নয়। বিভিন্ন মন্দিরে তিনি পুজো দেন, লাড্ডু খান। সঙ্গে ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন ও পুরপ্রধান সুরেশ মিশ্র সহ অন্যান্য তৃণমূল নেতারা।