এই মুহূর্তে জেলা

ডোমজুড়ের বাঁকড়ায় কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন।

হাওড়া, ৭ মার্চ:- ডোমজুড়ের বাঁকড়ায় কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন। শুক্রবার রাত সোয়া আটটা নাগাদ বাঁকড়ার একটি কাপড়ের মার্কেটে ওই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে মার্কেটের পাঁচ তলায় থাকা কাপড়ের গোডাউন। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। এই মুহূর্তে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এমনটাই জানিয়েছেন দমকল কর্মীরা। কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়।