হাওড়া,২ মার্চ:- যাদবপুর কাণ্ডে উঠে আসছে অভিনব বসুর নাম। তিনি হাওড়ার সাঁকরাইলের ঝোড়হাট এলাকার বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করছেন কম্পিটিটিভ লিটারেচার নিয়ে। অভিনবর বাবা অমৃত বসু সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি। তিনি জানান বর্তমানে ছেলের সাথে সম্পর্ক নেই তাঁর। সে বাম ছাত্র রাজনীতি করে।
রাজনৈতিক মতাদর্শে মিল না থাকায় সম্পর্ক নেই।যাদবপুরের পড়াশোনা করার পর অভিনব রাজনীতির সাথে যুক্ত হয়।যাদবপুরের ঘটনায় দোষীদের শাস্তি হওয়া উচিত। তাঁর ছেলে জড়িত থাকলেও শাস্তি হওয়া উচিত জানালেন বাবা অমৃত বসু।