এই মুহূর্তে জেলা

হাওড়া জেলা হাসপাতালে ‘মা ক্যান্টিনে’র উদ্বোধন।

হাওড়া, ১ ফেব্রুয়ারি:- শনিবার সকালে হাওড়া জেলা হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধন হলো ‘মা ক্যান্টিনে’র। হাওড়া পুরসভা পরিচালিত তৃতীয় এই মা ক্যান্টিনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক ড: পি দীপাপপ্রিয়া। সভাপতিত্ব করেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ডা: সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী এবং দেবাংশু দাস সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ। এছাড়াও পুরসভার কমিশনার বন্দনা পোখরিয়াল, পুর সচিব মানস দাস, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কিশলয় দত্ত, হাওড়া জেলা হাসপাতালের সুপার ডা: নারায়ণ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

অরূপ রায় জানান, হাওড়া জেলা হাসপাতালে মা ক্যান্টিন চালু হাওয়ায় রোগীদের আত্মীয় স্বজনরা যারা হাসপাতালে তারা উপকৃত হবেন। মাত্র ৫ টাকার বিনিময়ে খাবার পাবেন এখান থেকে। এদিন এর পাশাপাশি পুরসভার কেন্দ্রীয় কার্য্যালয় প্রাঙ্গণে এন.ইউ.এল.এম বিভাগ পরিচালিত নবনির্মিত স্বনির্ভর গোষ্ঠী দ্বারা উৎপাদিত পণ্যসামগ্রীর স্থায়ী প্রদর্শনী ও বিপণি ‘স্বাভিমান’ (পৌর নগর জীবিকা কেন্দ্র) ও তদসহ স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত ফুডকোর্ট ‘রসনা’র শুভ দ্বারোদ্ঘাটন হয়।