এই মুহূর্তে জেলা

জিটি রোডে হাইড্রোলিক তেল পড়ে বিপত্তি, চুঁচুড়ায়।

হুগলি, ১ ফেব্রুয়ারি:- চুঁচুড়া জিটি রোডে হাইড্রোলিক ওয়েল পরে বিপত্তি। একাধিক বাইক আরোহি বুঝতে না পেরে ব্রেক কষতেই স্কিড করে পরে যায়।

পুরসভার একটি জেসিবি গাড়ি থেকে হাইড্রোলিক তেল লিক করে সেগুন বাগান থেকে খাদিনা মোর প্রায় পাঁচশ মিটার রাস্তায় ছড়িয়ে পরে। বালি ছড়িয়ে দূূর্ঘটনা আটকানোর চেষ্টা চন্দননগর ট্রাফিক পুলিশের। তীব্র যানজট রাস্তায়।