এই মুহূর্তে জেলা

যীশু পুজো বেলুড় মঠে।

হাওড়া, ২৪ ডিসেম্বর:- রীতি-নিষ্ঠা ও ভক্তিভরে বেলুড় মঠে পালিত হলো যীশু পুজো। মঙ্গলবার সন্ধ্যারতির পর রামকৃষ্ণ মন্দিরে যীশু পূজা করেন বেলুড় মঠে সন্ন্যাসীরা।

যীশু পূজা দেখতে এদিন রামকৃষ্ণ মন্দিরে ভক্তদের ঢল নামে। মিষ্টি, কেক, লজেন্স, ফল ইত্যাদি উপকরণ দিয়ে পুজোর আয়োজন করা হয়। যীশু খ্রিস্টের ছবিকে ফুল মালা দিয়ে সাজানো হয়। মোমবাতি জ্বালিয়ে সঙ্গীতের মাধ্যমে প্রভু যীশুকে শ্রদ্ধা জানানো হয়।