হুগলি, ২৪ ডিসেম্বর:- চুঁচুড়ায় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হল। ইস্টার্ন গ্রাউন্ডে আজ বিকালে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ফুটবলে লাথি মেরে খেলার সূচনা করেন। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফুটবল খেলার মধ্যে দিয়ে জনসংযোগ করতে। খেলাধূলায় শরীর মন দুই ভালো থাকে।
মুখ্যমন্ত্রীর ইচ্ছায় রাজ্যে খেলা দিবসও চালু হয়। এরপর থেকেই খেলা শুরু হয়। চুঁচুড়া মাঠে এই প্রতিযোগিতা চলবে ১ লা জানুয়ারি পর্যন্ত। নক আউট প্রতিযোগিতায় হুগলি জেলার আটটি দল অংশ নেয়। আজ প্রথম দিন ছিল চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাবের সঙ্গে খেলা ছিলো চুঁচুড়ার ভারতী ডায়াগনস্টিকের।খেলায় ২-০ গোলে জয়ী হয় বয়েজ ক্লাব।