এই মুহূর্তে জেলা

বিকল্প পরিবহন হিসেবে এবার রোরো ভেসেলের সাহায্য নেবে রাজ্য সরকার।

হাওড়া, ২৩ ডিসেম্বর:- বিকল্প পরিবহন হিসেবে রোরো ভেসেলের সাহায্য নেবে রাজ্য সরকার। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলী সেতুর উপর থেকে ভারী যান চলাচলের চাপ কমাতে এবার বিকল্প পরিবহনের ভাবনা রাজ্য পরিবহন দপ্তরের। এবার থেকে রোরো ভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত গঙ্গা পার করানো হবে। সোমবার নাজিরগঞ্জের শালিমার জেটিঘাটে একটি নতুন রোরো ভেসেলের উদ্বোধন করেন তিনি। পরিবহন মন্ত্রী জানান, আপাতত এই ভেসেলটি গঙ্গাসাগর মেলার জন্য ব্যবহার করা হবে। রায়চক থেকে কুমড়োহাটি পর্যন্ত যানবাহন পারাপার করানো হবে এর মাধ্যমে।

জানা গিয়েছে, এই রোরো ভেসেলে একসঙ্গে ৬টি ভারী ট্রাক ও ৫০ জন যাত্রী পারাপার করতে পারবেন। পরবর্তীতে শালিমার থেকে গার্ডেনরিচ পর্যন্ত এই রোরো ভেসেল চলবে। এজন্য ইতিমধ্যেই দুটি জায়গায় জেটিঘাট তৈরির জন্য জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। রোরো ভেসেলটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। হাওড়া ও কলকাতা সংযোগকারী দুটি ব্রিজে যেভাবে নিত্যদিন যানবাহনের চাপ বাড়ছে তাতে একাধিক রুটে জেটিঘাট ও ব্রিজ নির্মাণের প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু সেটি সময়সাপেক্ষ বিষয় হওয়ায় আপাতত রোরো ভেসেলের মাধ্যমেই জল পরিবহনে গতি আনতে চায় সরকার। আগামীতে আরও নতুন একাধিক ভেসেল তৈরি করার চিন্তাভাবনা রয়েছে।