এই মুহূর্তে জেলা

আম্বেদকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ সর্বভারতীয় কংগ্রেস ওবিসি সেলের চেয়ারম্যানের

হুগলি, ১৮ ডিসেম্বর:- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে সংসদে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকারের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে, আমরা আগামীকাল এর বিরুদ্ধে সবাই প্রতিবাদে সামিল হব। বুধবার রিষড়ার আম্বেদকর ভবনে অনুষ্ঠিত প্রদেশ ওবিসি সেলের কনভেনশনে এসে এর বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগরে দিলেন সর্বভারতীয় কংগ্রেস ওবিসি সেলের চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদব। এসঙ্গে সঙ্গে তিনি জানান বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত।

আমাদের নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সংসদে এই বিষয়টা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। অজয় সিং জানান সারা দেশ জুড়ে জাতি গণনা অবিলম্বে প্রয়োজন। এর ফলে আমির এবং গরিবের যে পার্থক্য সেটাই বোঝা যাবে। এই মুহূর্তে আমাদের সংবিধান রক্ষার জন্য সমস্ত রকম প্রয়াস চালাতে হবে। এক দেশ এক ভোট সম্বন্ধে তিনি বলতে গিয়ে তিনি বলেন এটা কখনোই সম্ভব নয় কারণ বর্তমান সরকারের দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নেই। এটা অবাস্তব।

এদিনের এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত এ আইসিসির ওবিসি সেলের ন্যাশনাল কো-অর্ডিনেটর ক্কাটি ভেঙ্কেট স্বামী, বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান, ডক্টর মায়া ঘোষ, সুখবিলাস বর্মা, হুগলি জেলা ওবিসি সেলের চেয়ারম্যান ব্রহ্মদেও রবিদাস, রিষড়া পুরসভার কাউন্সিলার জ্যোতি দাস, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আলোক ব্যানার্জি, পিসিসি সদস্য বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের এই কনভেনশন থেকে ওবিসি দের উপর যে বৈষম্য চলছে তার বিরুদ্ধে যেমন সকলকে রুখে দাঁড়াতে হবে এর সঙ্গে সঙ্গে এদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে।