হুগলি, ১০ ডিসেম্বর:- খেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট প্রাক্তন টেবিল টেনিস খেলোয়ার জাতীয় কোচ মিহির ঘোষ, ভেটারেন্স বিশ্ব চ্যাম্পিয়ন মান্তু মূর্মু। বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় ২৬০ জন প্রতিযোগি অংশ নিয়েছে। প্রাক্তন জাতীয় টেবিল টেনিস খেলোয়ার যুব সংঘ ক্লাবের কোচ আশিষ দত্ত বলেন, ১১-১৫ বছর বয়সী খেলোয়ারদের ছেলে ও মেয়ে মোট ৬ টি বিভাগে খেলা হবে। ফাইনাল হবে ১৫ ডিসেম্বর। যব সংঘের সম্পাদক কীর্তি চন্দ বলেন, অনেক প্রতিবন্ধকতা আছে।তা সত্ত্বেও চেষ্টা চলছে। হুগলি জেলায় এক সময় অনেক টেবিল টেনিস খেলোয়াড় বাংলা তথা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। যুব সংঘ ক্লাব ৬০ বছর পূর্তি উদযাপন করছে।ফুটবল যোগাসন টেবিল টেনিস কবাডি খেলা চলছে। মিহির ঘোষ বলেন, ১৯৯২ সালে যুব সংঘ ক্লাবে সামার ক্যাম্প করেছিলাম।
আমাদের উদ্দেশ্য ছিলো টেবিল টেনিসকে বাংলায় ছড়িয়ে দেওয়া। নন রেজিষ্ট্রার প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। ছোটো বাচ্চাদের এই প্রতিযোগিতা থেকে খেলার উৎসাহ বাড়ে। রথীন বোস ৫০ বছর ধরে টেবিল টেনিসের সাধনা করেছেন। সেই ধারা আজও চলছে। টেবিল টেনিস সারা বছর খেলা যায়। সততার সঙ্গে খেললে পেটের ভাতের অভাব হয়না। গোটা পৃথিবীতে যে অনিশ্চয়তা চলছে সেই জায়গায় মানুষের মেল বন্ধন করতে পারে একমাত্র খেলাধূলো। তাই যে কোনো খেলা খেলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলতে দিন বাচ্চাদের।