এই মুহূর্তে জেলা

ব্যান্ডেলে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা,আটক স্বামী!

হুগলি, ২৬ নভেম্বর:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যান্ডেল মানসপুরে বাড়ি কিষান মালির। পেশায় অটো চালক কিষান আজ সন্ধা সাতটা নাগাদ বাড়িতে তাঁর স্ত্রী কালা মালিকে গুলি করে পালিয়ে যায়। রাত আট টা নাগাদ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হন মহিলা। পুলিশ ঘটনা জানতে পেরে তদন্তে নামে। অভিযুক্তকে আটক করে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। আক্রান্ত মহিলা জানান, চার বছর ধরে তাঁরা মানসপুরে ভাড়া থাকেন। স্বামী মদ্যপ হয়ে এসে বাড়িতে ঝামেলা করে প্রায় দিন।

রোজই বলত মেরে দেবে। আজ সন্ধায় ছেলের সঙ্গে বাড়িতে ছিলাম। হঠাৎ করে বন্দুক বের করল, গুলি চালিয়ে পালিয়ে গেলো। আমার গলায় সিটি গোল্ডের চেন ছিলো তাতে লেগে গুলি বেরিয়ে যায়। ভাগ্যের জোরে বেঁচে যাই। বর্তমানে ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন মহিলা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, অভিযুক্তকে আটক করা হয়েছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কোথা থেকে অস্ত্র পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, কালা মালির প্রথম পক্ষের স্বামী খড়গপুরে থাকেন। তাদের একটি মেয়ে আছে। কিষান মালির সঙ্গে বছর আটেক আগে ব্যান্ডেলে চলে আসে।