এই মুহূর্তে জেলা

বিধায়কের জনসংযোগের দ্বিতীয় দিনেও ক্ষোভ!


হুগলি, ২১ নভেম্বর:- হয়নি পাইনি বিধাককে সামনে পেয়ে অভিযোগ অনুযোগ গ্রামবাসীদের। লোকসভা ভোটে কেন হার কারন খুঁজতে জনসংযোগ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। আজ দ্বিতীয় দিনে কোদালিয়ার সিংহিবাগান এলাকায় যান তৃনমূল বিধায়ক। সেখানেই ভোটারদের কাছে শুনতে হয় উন্নয়ন হয়নি। সরকারি প্রকল্পের সুবিধা পাননি অনেকেই। রাস্তা হয়নি, পানীয় জলের সমস্যা নিকাশি হয়না ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। সিংহিবাগানের নতুনপাড়ায় ঢুকতেই মানুষের ক্ষোভ দেখা যায়। কেন উন্নয়ন হয়নি? বাসিন্দারা জানান এই গ্রাম সংসদ থেকে বিজেপি জিতে পঞ্চায়েত সদস্য রয়েছেন গত দুটো নির্বাচনে। তাই কাজ হয়না।তৃনমূলের পঞ্চায়েত বিধায়ক তৃনমূলের তাই বিজেপি এলাকায় কাজ হয়নি এমনই দাবী বাসিন্দাদের।

কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষকে সামনে পেয়ে ঘিরে ধরে ক্ষোভ দেখাতে থাকেন নতুনপাড়ার বাসিন্দারা।তাদের অভিযোগ পঞ্চায়েতের কেউ খোঁজ নেয় না আমরা কি অবস্থায় আছি। বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যায় চলাচলের কোন রাস্তা নেই। বিধায়কও এলাকায় আসেন না। গত লোকসভা নির্বাচনে কোদালিয়া পঞ্চায়েত এলাকাতে চার হাজার আটশ ভোটে পিছিয়ে পরে তৃনমূল। তার কারন খুঁজতে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনতে হচ্ছে বিধায়ককে। বিধায়ক বলেন, যোগাযোগের অভাব ছিল।মানুষের সঙ্গে দূরত্ব তৈরী হয়েছে। সেই দূরত্ব কমাতে এই জনসংযোগ। মানুষের সমস্যা আছে। একা পঞ্চায়েত বা বিধায়কে দ্বারা এত কিছু পূরন করা সম্ভব না। আমার দ্বারা যতটা সম্ভব তা করব। বাকিটা সাংসদকে বলব, জেলা পরিষদকেও বলব। যারা আবাস পায়নি তাদের নাম লিখে নিয়ে যাচ্ছি।বিডিওকে কিছু নাম দিয়েছি। জলের সমস্যা মেটাতে পাম্প বসানো হবে।