হাওড়া,১৮ এপ্রিল:- লকডাউনের মধ্যেই গঙ্গা থেকে উদ্ধার হল মাঝবয়সী এক মহিলার মৃতদেহ। শনিবার সকালে বেলুড়ে ঘটে ওই ঘটনা। বছর ৪০-৪৫ এর মহিলার পরিচয় এখনও জানা যায়নি। শনিবার সকালে ওই মহিলাকে বেলুড়ের জগন্নাথতলা ঘাটের সামনে মন্দিরে বসে কয়েকজন দুঃস্থকে আর্থিক সহযোগিতা করতে দেখা গিয়েছিল। এরপরে তিনি গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যান। সেখানে এক রিকশা চালককে টাকা দেন। এরপরেই আচমকাই তিনি গঙ্গায় ঝাঁপ দেন। স্থানীয় যুবকেরা তা দেখে ঘটনাস্থলে ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিছুটা দূরে শিমূলতলা ঘাট থেকে উদ্ধার হয় মহিলার দেহ। বেলুড় থানার পুলিশ এসে দেহটি জয়সওয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে।