হুগলি, ১৫ অক্টোবর:- দ্রোহের কার্নিভাল জেলায়। জুনিয়র ডাক্তারদের অনশন ও তাদের দাবির সমর্থনে কোলকাতার পাশাপাশি দ্রোহের কার্নিভাল করছেন চিকিৎসকরা। তাদের সমর্থনে পথে নেমেছে নাগরিক সমাজ। চুঁচুড়া ঘড়ির মোরে মিছিল করে ঢাক কাঁসর ঘন্টা উলুধ্বনির মধ্যে দিয়ে আর জি করের বিচার দাবী করা হয়। ইমামবাড়া জেলা হাসপাতালে দুইদিন বারো ঘন্টা করে অনশন ও কর্মবিরতি করার পর ঘড়ির মোরে জরো হন চিকিৎসকরা। নাগরিকরাও যোগ দেন দ্রোহের কার্নিভালে। সিঙ্গুরে আয়োজিত হয় প্রতিবাদ মিছিল। সিঙ্গুর ১০ নং রেল গেট সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে সিঙ্গুর বাজার পরিক্রমা করে প্রতিবাদ মিছিল। শেষ হয় সিঙ্গুর সাত মন্দির তলা এলাকায় গিয়ে। প্রতিবাদ মিছিল শেষে নাটক মঞ্চস্থ হয়। দ্রোহের কার্নিভাল এ উপস্থিত ছিলেন আই এম এ সিঙ্গুর শাখার সম্পাদক উদয়ন দাস সহ অন্যান্য চিকিৎসকরা।
গ্রামীন চিকিৎসক, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের স্বাস্থ্য কর্মী, শিক্ষক শিক্ষিকা সহ নাগরিক সমাজের মানুষজন। চিকিংসক উদয়ন দাস বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ১০ দফা দাবি দাওয়া নিয়ে যখন জুনিয়র চিকিৎসকরা রাস্তায় অনশন করছেন তখন রাজ্য সরকারের কোন সদর্থক ভূমিকা দেখতে পাচ্ছি না, উল্টোদিকে বিজয়ার ঘন্টা বাজিয়ে সরকার কার্নিভাল করছে। আমাদের রাজ্যে সব কিছুর অবস্থা খারাপ উনি সব কিছু বিজয়া করে দিতে চাইছেন। তার প্রতিবাদে কলকাতায় যেমন দ্রোহের কার্নিভাল হচ্ছে সিঙ্গুরেও হচ্ছে। আমাদের প্রধান দাবি, জুনিয়র ভাইরা যে ১০টি দাবি নিয়ে আন্দোলন করছে সেই দাবি পূরনের পাশাপাশি নির্যাতিতার বিচার চাই।