এই মুহূর্তে জেলা

আর জি করের ঘটনার পর মহিলাদের সুরক্ষার দাবিতে মৌন মিছিল উত্তরপাড়ায়।

হুগলি ১১ আগস্ট:- আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে ধর্ষন করে খুনের বিচার চেয়ে পথে চিকিৎসকরা। উত্তরপাড়ায় এই পদযাত্রা ছিল মৌন। কালো ব্যাচ পরে পদযাত্রায় সামিল হন প্রতিবাদি মানুষজন। অরাজনৈতিক চিকিৎসকদের এই প্রতিবাদে সামিল হন সমাজের বিভিন্ন অংশের মানুষ। তাতে যেমন ছিলেন স্বাস্থ্য কর্মি, নার্স, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী থেকে ছাত্র যুবরা। উত্তরপাড়ার মহামায়া মাতৃসদন সখের বাজার থেকে শুরু হয়ে উত্তরপাড়া কলেজ মোরে শেষ হয় মৌন পদযাত্রা। ব্যানারে লেখা আর জি কর বিচার চাই।

নারী নিরাপত্তা সুরক্ষিত করতে হবে।দোষীদের অবিলম্বে শাস্তি চাই। চিকিৎসক রাজীব মুখোপাধ্যায় জানান, এই নৃশংস ঘটনার সঠিক বিচার না হলে আগামীদিনে এই আন্দোলন চলবে। গোটা দেশে ছড়িয়ে পরবে। প্রয়োজনে কর্মবিরতি হবে। এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত থাকতে পারে বলে তাদের সন্দেহ।সেইমত যেন তদন্ত হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির গবেষক ডঃ সোমশ্রী সেনগুপ্ত বলেন, আমি রাতের পর রাত ল্যাবে কাজ করি। এই ঘটনার পর আমার কাজ করতে ভয় করছে। আমরা সুরক্ষিত নই। আমরা মনে করি সরকার এই ঘটনার সঠিক তদন্ত করবে। যাতে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যে কাজ করেন তাঁরা সবাই যাতে সুরক্ষিত থাকে।