এই মুহূর্তে জেলা

তারকেশ্বরে অবৈধ দখল কারীদের তুলতে বুলডোজার চালিয়ে বস্তি উচ্ছেদ রেলের।

হুগলি, ১৩ জুলাই:- রাজ্য সরকারের পাশাপাশি অবৈধ জবরদখল কারীদের তুলতে রেল দফতর বুলডোজার চালিয়ে বস্তি উচ্ছেদ করল তারকেশ্বর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। বিশৃংখলা এড়াতে রেলের তরফ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তারকেশ্বর রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। সেই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তারকেশ্বর রেলস্টেশন সংলগ্ন রেলের জায়গা দখল কারী বস্তীবাসীদের উচ্ছেদের নোটিশ এক বছর আগেই দিয়েছিল রেল। স্বইচ্ছায় রেলের জায়গা দখলমুক্ত করার সময়সীমা পেরিয়ে গেছে গতকাল। নোটিশ অনুযায়ী আজ শনিবার সকাল থেকেই বস্তি উচ্ছেদ করতে বুলডোজার চালায় রেল।

উচ্ছেদ হওয়া বস্তি বাসীদের অভিযোগ, সামনে বর্ষা আসছে, মাথা গোঁজার ঠাঁই নেই। কোথায় তারা থাকবে পরিবারদের নিয়ে সেই দুশ্চিন্তায় ক্ষোভে ফেটে পড়েছে। বস্তি বাসীদের আরো অভিযোগ, বেছে বেছে তাদেরই উচ্ছেদ করা হচ্ছে অথচ যারা রেলের জায়গা দখল করে পাকা বাড়ি তৈরি করে বসবাস করছেন এবং রেলের জায়গা দখল করে ব্যবসা করছেন তাদের কেন ছাড় দেওয়া হলো। ভোট মিটতেই এই অভিযান। কিন্তু তাদের বৈধ রেশন কার্ড, আঁধার কার্ড, ভোটার কার্ড রয়েছে। রাজনৈতিক দলগুলো ভোটের আগে তাদের পাশে থাকলেও, বর্তমানে এখন কোনো নেতার দেখা নেই।