হুগলি, ৬ জুলাই:- গতকাল রাত থেকে জি টি রোড জুড়ে উত্তরপাড়ায় পড়ে আছে মাটি, আর সেখানেই পর পর বাইক দুর্ঘটনায় আহত অনেকেই। স্থানীয়দের অভিযোগ রাতে একাধিক লরি করে মাটি এই জি টি রোড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মাটি রাস্তায় পড়ে থাকছে। বৃষ্টিতে মাটি ভিজে পিচ্ছিল হয়ে যাওয়ায় ঘটছে দুর্ঘটনা। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত একাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন অনেক বাইক আরোহী।
যার প্রতিবাদে জি টি রোডে বিক্ষোভ দেখান বাইক আরোহী ও সাধারণ মানুষজন। ঘটনাস্থলে আসে ট্রাফিক ও উত্তরপাড়া থানার আধিকারিকরা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। জায়গাটিকে চিহ্নিত করে মাটি ধুয়ে দেওয়ার কাজ শুরু হয়। জানা গেছে ভদ্রকালী গঙ্গার ধারে একটি বহুতল আবাসন তৈরীর জন্য মাটি কাটা হয়। সেই মাটি নিয়ে যাওয়ার সময় বিপত্তি হয়।