কলকাতা, ২৬জুন:- সরকারি জমির বেআইনি জবরদখল ও হকার উচ্ছেদ ইস্যু নিয়ে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোমবারের পর ফের বৃহস্পতিবার ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা সহ একাধিক পুরসভা, জেলা প্রশাসন, পুলিসের পদস্থ কর্তাদের ওই বৈঠকে ডাকা হয়েছে। দুপুর ১২টা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি দপ্তরের সচিব এবং পুলিস সুপারদেরও বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন থানার ওসি-আইসিদেরও।
পুর পরিষেবা ও সরকারি জমি জবরদখলের ব্যাপারে সোমবার নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। পর দিন থেকে কলকাতা, হাওড়া, বিধাননগর-সহ গোটা রাজ্য জুড়ে বেআইনি জবরদখল ও উচ্ছেদ অভিযানে নেমে পড়েছে পুলিশ ও প্রশাসন। সেই অভিযান চলাকালীন ফের এই বৈঠকের ডাক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে মুখ্যমন্ত্রী নতুন কোনো নীতি ঘোষণা করেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।