এই মুহূর্তে কলকাতা

প্রাকৃতিক দুর্যোগে ক্রমশই জটিল হচ্ছে উত্তর সিকিমের পরিস্থিতি।

কলকাতা, ১৪ জুন:- লাগাতার প্রাকৃতিক দুর্যোগে প্রতিবেশী সিকিম বিশেষ করে উত্তর সিকিমে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি। দুর্যোগে এপর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাস্তা বন্ধ হয়ে আটকে আছেন প্রায় ১৫০০ পর্যটক। মোবাইল নেটওয়ার্ক বসে যাওয়ায় তাঁদের সঙ্গে পরিজনদের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। খারাপ আবহাওয়ায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। উত্তর সিকিমে একাধিক জায়গায় ধস নেমেছে। প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। তবে তিস্তা বাজার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। গত ২৪ ঘন্টাতেও পাহাড়ে প্রবল বৃষ্টি হয়েছে।

এদিনও ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস আছে সিকিমে। ফলে পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একেবারে উপরের দিকের জেলাগুলিতে। এদিকে এরইমধ্যে তিস্তায় থাকা সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের লকগেট খোলা রাখা হয়েছে। সমতলে গজলডোবায় অধিকাংশ লকগেট খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নবান্ন। সিকিম প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। রাজ্যে পর্যটন দফতরের কর্তারা নিয়মিত রাজ্যের পর্যটকদের বিষয়ে তথ্য পাঠাচ্ছে রাজ্য সরকারের কাছে। সব পর্যটককে যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায় সেবিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।