এই মুহূর্তে জেলা

বৃদ্ধ বাবা-মাকে হাওড়া স্টেশনে ফেলে পলাতক গুণধর ছেলে।


প্রদীপ বসু, ২৪ মে:- অসহায় বৃদ্ধ-বৃদ্ধাকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে নিজের বাড়িতে রেখে সেবা করে মানবিকতার পরিচয় দিল স্বেচ্ছাসেবী সংগঠন হুগলি আদিবাসি অনগ্রসর জনকল্যান সমিতির সম্পাদক সুবির চক্রবর্তী। ৮২ বছরের অমর কৃষ্ণ সেন ও তার স্ত্রী ৭২ বছরের গায়ত্রীকে হাওড়া প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে সেবা করছে সুবির। নিজের কাজে হাওড়ায় গিয়ে সুবির চক্রবর্তী দেখতে পান এই বৃদ্ধ-বৃদ্ধা একাকি বসে শুয়ে রয়েছে। সুবিরবাবু তাদের অসুবিধার কথা জেনে বাড়িতে নিয়ে আসে। জানা যায় বাবা মাকে রেখে নিজের ছেলে চলে যায়।

চারদিন হয়ে গেলেও সেই ছেলের খোঁজ পাওয়া যায়নি। বৃদ্ধ বৃদ্ধা কিছু সমস্যার কথা তুলে ধরে সুবির চক্রবর্তীর প্রশংসা করলেন। এব্যাপারে সুবির বলেন আমি এদের সেবা করছি। যাদের সামর্থ্য আছে সবাই যদি এরকম অসহায় মানুষদের সেবা করে তাহলে অসহায় মানুষের সংখ্যা কমে যাবে। অষুধ থেকে শুরু করে খাবার থাকার ব্যবস্থা সবই করছে সুবির। নিজের ছেলে অপদার্থ হলে কি হবে মানুষ যে মানুষের জন্য সেটা আবার প্রমান হয়ে গেল।শুধু মানবিক নয় সাহসিকতার পরিচয় দিল স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক।