এই মুহূর্তে কলকাতা

দিনের শেষে প্রায় ঘটনা বিহীনভাবেই শেষ হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট।

কলকাতা, ২০ মে:- আশঙ্কা ছিল। সেই মতো ছিল প্রস্তুতিও। কিন্তু দিনের শেষে প্রায় ঘটনা বিহীনভাবেই শেষ হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের হাই ভোল্টেজ ভোট গ্রহণ। শুধু বেলা ১১ টা থেকে শুরু হওয়া, ঘন্টা খানেকের ভারী বৃষ্টি কিছুটা তাল কেটেছিল। যদিও তারপর ঠান্ডা আবহাওয়ায় মানুষ ভোট দিয়েছেন উৎসবের মেজাজে। তবে অশান্তি একবারে হয়নি তা নয়। কিন্তু এই অঞ্চলের সাম্প্রতিক অন্যান্য নির্বাচনের ইতিহাসের নিরিখে তা নিতান্তই অকিঞ্চিৎকর। এই কেন্দ্রের দুই হেভিওয়েট প্রার্থীই সকাল থেকে মাঠে নেমেছিলেন। সারাদিন লোকসভা জুড়ে কার্যত চরকি পাক খান বিজেপি প্রার্থী অর্জুন সিং। কখনো বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার খবর পেয়ে। কখনো বুথ দখলের অভিযোগ পেয়ে বিজপুর থেকে শ্যামনগর, আমডাঙ্গা থেকে টিটাগর। লোকসভা কেন্দ্রের এপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন তিনি। বীজপুর বিধানসভার তিন নম্বর ওয়ার্ডে ১৭৪, ১৭৫ ও ১৭৬ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। বেলা গড়াতেই বুথ জ্যামের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে অশান্তি ছড়ালে সেখানে পৌঁছন অর্জুন সিং।

সেই সময় সেখানে তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। যার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পলতা পাড়া কমলপুর ৪৯, ৫০,৫২ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বের করে দেওয়া অভিযোগ ওঠে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। বিজেপি এজেন্টদের বুথে ঢোকাতে গেলে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা তাকে বাধা দেন। প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। তবে শেষ পর্যন্ত বিজেপি এজেন্টদের বুথে পৌঁছেই তবে সেখান থেকে বের হন অর্জুন সিং।বুথের মধ্যে দাঁড়িয়ে রাজ্য পুলিশ তৃণমূলের হয়ে ভোট করাচ্ছে, এমন অভিযোগও তোলেন অর্জুন। আবার টিটাগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডেও বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। বুথ জ্যমের খবর পেয়ে সেখানে পৌঁছন অর্জুন সিং। সেখানে তাঁকে কালো পতাকা দেখানো হয়। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। পালটা অর্জুনের সমর্থনে বুথে জড়ো হন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জনতাকে সরানোর চেষ্টা করেন। পরে পদস্থ পুলিশ কর্তাদের নির্দেশে বিরাট বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

অর্জুন সিং দাবি করছেন, পায়ের তলায় মাটি নেই বলেই এই ধরনের কাজ করছে রাজ্যের শাসকদল।ভোটের শেষ বেলায় জগদ্দল বিধানসভার ছোট শ্রীরামপুর এলাকায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের উপর হামলার অভিযোগ। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের মুখ্য নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্গু পাণ্ডের অভিযোগ ২৩৩, ২৩৪, ২৩৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস রিগিং করছে এই অভিযোগ পেয়ে সেখানে গেলে দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয়। তাদের মারধোর ও গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় প্রিয়ঙ্গু বাবুর সঙ্গে তার ভাইও আহত হয়েছেন। সেই তুলনায় এই কেন্দ্রে অর্জুনেরপ্রধান প্রতিপক্ষ পার্থ ভৌমিকের গতিবিধি ছিল অনেকটাই সীমিত। এদিন সকালে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পরবর্তীতে ভোটাধিকার প্রয়োগ করে বিভিন্ন বুখ পরিদর্শনে বের হন পার্থ। বিভিন্ন বুথে গিয়ে ভোট কেমন পরিচালনা হচ্ছে খতিয়ে দেখেন তিনি। যদিও দিনের শেষে জিতের ব্যাপারে তুমুল নিশ্চিত ব্যারাকপুর কেন্দ্রের এই দুই প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।