কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে এবং বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপি আজ রাজ্য বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করে। বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগগার নেতৃত্বে বিরোধী সদস্যরা আজ সকাল থেকেই অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে কালো কাপড় হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে পরে তারা ওয়াকআউট করেন। এর পরে বিরোধী দলনেতার নেতৃত্বে বিধানসভার গাড়ি বারান্দায় বসে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপি বিধায়করা।
