হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- রক্ষিত স্কুলে সরস্বতী পুজো হয় প্রতিবছর। এবারও হল। তবে এবার সরস্বতী পুজো হল একটু অন্য রকম। কলুপুকুর কবরস্থান এলাকার বাসিন্দা স্কুলেরই ক্লাস সিক্সের ছাত্র আরশাদ আলি এবার সরস্বতী পুজো করে। স্কুলের দিদিদের সঙ্গে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে। অংকের স্যারের সঙ্গে সরস্বতী পুজো সম্পন্ন করে। অংকের স্যার অসীম বটব্যাল বলেন, সরস্বতী হচ্ছেন বিদ্যা শিল্পকলার দেবী। সব স্কুলের মতই আমরা পুজো করে আসতাম।
এবার তার বাইরে গিয়ে সংস্কৃত মন্ত্রো স্কুলের দিদিরা তন্ত্র ধারকের কাজ করেছেন।আমি আর আরশাদ পুজোর উপাচার সম্পন্ন করেছি। আমরা চাই অশিক্ষার অন্ধকার কেটে গিয়ে শিক্ষার আলো সবার কাছে পৌঁছাক। আমরা চাই এভাবেই পুজোটা হোক। আরশাদ বলে, আমি স্যারের সঙ্গে সরস্বতীর আরাধনা করেছি। আরতি করেছি। আগে কোনোদিন করিনি তবে খুব ভালো লাগছে।