কলকাতা, ৯ জানুয়ারি:- গঙ্গাসাগর পরিদর্শন ও কপিল মুনি আশ্রমে পুজো দিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আগামী কাল সাগরে যাচ্ছেন। সকালে হেলিকপ্টার যোগে তিনি সাগরে পৌঁছাবেন। সেখানে ভিআইপি অতিথি নিবাসে কিছুক্ষণ বিশ্রামের পর কপিল মুনি আশ্রমে পুজো দিতে যাবেন রাজ্যপাল। এর পরই তিনি কলকাতা ফিরে আসবেন।
সাম্প্রতিক কালে একাধিক বার রাজ্যপালের সফরে হেলিকপ্টার দেওয়া নিয়ে নবান্নের সঙ্গে রাজভবনের চাপান উতর বেঁধেছে। তবে গঙ্গাসাগর সফরের জন্য রাজ্যপালের চাহিদা মত হেলিকপ্টার বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই হেলিকপ্টারে চড়েই সাগরে যাচ্ছেন আনন্দ বোস।