সোজাসাপটা ডেক্স, ১৫ অক্টোবর:- নেদারল্যান্ড এর আমস্টারডামেও এখন শরৎ এর আকাশ, কাশফুল ফুটে আছে রাস্তার পাশে৷কলকাতা তথা বাংলায় যেমন চলছে পুজোর প্রস্তুতি তেমনি আমস্টারডামের আনন্দধারা তেও চলছে পুজোর প্রস্তুতি৷ সপ্তম বর্ষে এবারে তাদের থিম ভারতের চন্দ্র জয়। চন্দ্রযান ও বিক্রম ল্যান্ডার তৈরী করা হচ্ছে পুজো মন্ডপে। ২০২১ সালের “মধ্যযুগীয় দুর্গ ” কিংবা ২০২২ সালের “হাওড়া ব্রিজ” এর থিমকেও ছাপিয়ে যাবে এবাবের “চন্দ্রাযান” থিম মনে করছেন মন্ডপ সজ্জার দায়িত্বে থাকা গৌরব মুখার্জী এবং সোমিয়া লস্কর। গৌরব বলেন, পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদে যান পাঠিয়েছে। চা়ঁদের দক্ষিন মেরুতে প্রথম দেশ হিসাবে চাঁদের মাটিতে পা রেখে ভারতের বিক্রম। সেই গৌরব আমাদের সকল ভারতবাসীর। তাই আমরা যেখানেই থাকি না কেন সেই গৌরব গাঁথা গেয়ে যাব।
এবার পুজোতেও তাই সেই চন্দ্র জয়কেই থিম করা হয়েছে। পুজোর সঙ্গে যুক্ত সকলেই খুব উৎসাহী। সবার সাহায্যে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। নেদারল্যান্ডে প্রবাসী ভারতীয় বিশেষত বাঙালীদের সংগঠন আনন্দধারা পুজো যারা নেদারল্যান্ডে পঞ্জিকা মেনে পূজা করে। পুজোর দিন গুলোতে সংগঠনের সবার জন্য থাকে পেট পুজোর আয়োজন। তার জন্য কলকাতা থেকে সেফ নিয়ে যাওয়া হয়। নেদারল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের মাঠে হয় পুজোর আয়োজন। বিজয়া সম্মীলনী অনুষ্ঠানে গান বাজনা হয় প্রতিবছর। এবার বাংলার সংগীত শিল্পী অনুপম রায় অনুষ্ঠান করবেন। যাদবপুর কলেজে অনুপম রায়ের সহপাঠী বীতিহোত্র চ্যাটার্জী আনন্দধারার পুজোর পুরোহিত। আর কয়েক দিন পরেই প্রবাসে পুজোয় মাতবেন আমস্টারডামের ভারতীয়রা।