এই মুহূর্তে জেলা

ঔষধ কিনতে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ, চাঞ্চল্য চুঁচুড়ায়।

হুগলি,৭ আগস্ট:- ওষুধ আনতে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। ঘটনায় আতঙ্কিত পরিবার। পরিবার সূত্রে জানা যায় গত ১৭ই জুলাই সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে ওষুধ কিনতে বেরিয়েছিলেন চুঁচুড়া কদমতলার বাসিন্দা গৃহবধূ নিশা বাগ। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করেন স্বামী ইন্দ্রজিৎ বাগ। সে সময় অবশ্য নিশাদেবী বলেছিলেন তিনি বাজারে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন। তবে সকাল গড়িয়ে বিকেল হয়ে গেলেও আর ঘরে ফেরেননি ওই গৃহবধূ।

যদিও ইতিমধ্যে বহুবার স্ত্রীকে ফোনে যোগাযোগ করতে চেষ্টা করলেও মোবাইল বন্ধ পান ইন্দ্রজিৎবাবু।এরপরই মরিয়া হয়ে আত্মীয় পরিজনের বাড়িতে খোঁজ নেন তিনি কিন্তু স্ত্রীর খোঁজ না পেয়ে হতাশ হয়ে অবশেষে চুঁচুড়া থানার দ্বারস্থ হন তিনি৷ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি৷ তবে দীর্ঘ দিন কুড়ি পেরিয়ে গেলেও এখনও কোনো খোঁজ মেলেনি ওই গৃহবধূর। হতাশ গলায় পুলিশি গাফিলতির অভিযোগ তোলেন এদিন ইন্দ্রজিৎ বাবু।