এই মুহূর্তে কলকাতা

বিশ্ববিদ্যালয়গুলিকে দুর্নীতি মুক্ত করতে অ্যান্টি করাপশন সেল রাজভবনে।


কলকাতা, ২ আগস্ট:- রাজভবনে খোলা হল দুর্নীতি বিরোধী সেল৷ আমজনতা যে কোনও দুর্নীতি নিয়ে এখানে অভিযোগ জানাতে পারবে৷ সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। তিনি জানান, গতকাল পয়লা আগস্ট থেকেই এই সেল কাজ শুরু করেছে। অ্যান্টি করাপশন সেল তৈরির প্রাথমিক কারণ বিশ্ববিদ্যালয়গুলিকে দুর্নীতিমুক্ত করা৷ তবে সার্বিক দুর্নীতি রুখতে এই প্রয়াস৷ রাজ্যপাল আরও জানান, এই অ্যান্টি করাপশন সেলের মাধ্যমে রাজ্যের যে কোনও মানুষ রাজভবনের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷ দুর্নীতির কথা জানাতে পারেন৷ এই সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়লে তা ভালো করে খতিয়ে দেখা হবে৷

সেই অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে৷ এদিন রাজভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, দুর্নীতি বিরোধী সেলের লক্ষ্য প্রান্তিক মানুষকে নিজের অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়া৷ এর মধ্য দিয়ে রাজভবন গরিব মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই তিনি রাজভবনে দুর্নীতি বিরোধী সেল খুললেন বলেও রাজ্যপাল দাবি করেছেন। সকালে রাজভবনে ‘আমনে সামনে’ শীর্ষক একটি কর্মসূচির সূচনা হয়৷ তাতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন পড়ুয়ারা৷ সরাসরি কথাও বলেন৷ এই কর্মসূচির পাশাপাশি তিনি অ্যান্টি করাপশন সেলেরও সূচনা করেন৷