এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ভয়াবহ চেহারা নিচ্ছে ডেঙ্গি।

কলকাতা, ২৫ জুলাই:- রাজ্যে ডেঙ্গি ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে। গত শুক্রবার থেকে এ পর্যন্ত মশাবাহিত এই রোগে এক শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২১শে জুলাই লেকটাউনের বেসরকারি হাসপাতালে বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ৩০ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। একই দিনে ডেঙ্গি প্রাণ কেড়েছে নদিয়ার দুই বাসিন্দার। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে রানাঘাটের বাসিন্দা বছর ৪৫-এর এক মহিলার। ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৬৬ বছরের এক বৃদ্ধ।

গত শনিবার পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালে কলকাতার পিকনিক গার্ডেনের বাসিন্দা ১০ বছরের বছরের এক নাবালিকার মৃত্যু হয়। প্রত্যেকেরই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। রাজ্যে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে নদিয়া জেলার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে স্বাস্থ্য ভবন সূত্রে দাবি করা হয়েছে।