তরুণ মুখোপাধ্যায়, ২১ জুলাই:- মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহবানে সাড়া দিয়ে শুক্রবার হুগলি থেকে শহীদ স্মরণের তর্পণে যোগ দিতে বিপুল সংখ্যক জয়হিন্দ বাহিনীর কর্মীরা ধর্মতলায় যান। হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি এবং বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে কর্মীরা ধর্মতলা হাজির হন। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীরবাবু জানান ১৯৯৩ সালের ২১ শে জুলাই অত্যাচারী বামফ্রন্ট সরকারের ঘাতক পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদী শান্তিপূর্ণ মিছিলকে ছত্রভঙ্গ করেছিল সেদিনের সেই নারকীয় ঘটনায় যে ১৩ জন অকুতোভয় কর্মী শহীদ হয়েছিলেন।
তাদের মধ্য আমাদের হুগলি জেলার ব্যান্ডেলের ঝাঁপপুকুরের তরতাজা তরুণ ২৪ বছরের অসীম দাসও ছিলেন। সেদিন বর্বর পুলিশের ছোঁড়া তপ্ত সীসার বুলেটের এফড় ওফর করে দিয়েছিল শহীদ অসীম দাসের দেহটা। রক্তে ভেসে গিয়েছিল শহর কলকাতার কালো পিচের রাজপথ।। এই সমস্ত শহীদদের স্মরণ করতে গত ৩০ বছরের বছর ধরে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে সাড়া দিয়ে আমরা ধর্মতলায় যাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবারও আমরা সেইসব শহীদ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মরণপণ সংগ্রামের সাথী হয়ে তদানীন্তন অত্যাচারী বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন সেইসব অমর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে।