হাওড়া, ৮ জুলাই:- বালির নিশ্চিন্দায় সিপিএম পার্টি অফিসের সামনেই ভোটের দিন দুই যুযুধান শিবিরের নেতা-নেত্রীর মধ্যে প্রকাশ্যেই রাজনৈতিক তর্কবিতর্ক হলো। শনিবার বালি জগাছা ব্লকের নিশ্চিন্দা সিপিএমের পার্টি অফিসে সামনের সামনে দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে বাইকে যাবার সময় সিপিএমের জেলা পরিষদের প্রার্থী দীপিকা ধরকে দেখে গাড়ি থেকে নেমে আসেন হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র।
দুজনের মধ্যে কুশল বিনিময়ের পর ‘ভোট কেমন হচ্ছে’ এই নিয়েই রাজনৈতিক কথাবার্তা থেকে তর্কবিতর্ক শুরু হয়। সিপিএম প্রার্থীকে বিভিন্ন বুথে নিয়ে গিয়ে ঘুরে দেখানোর আহ্বান জানান যুব নেতা কৈলাশ। সিপিআইএম প্রার্থী দীপিকা ধর জানান, ভোটের দিন তিনি বিরোধী দলের নেতার সঙ্গে কেন যাবেন। অন্যদিন এলে কথা হবে। উল্টে তিনি প্রশ্ন তোলেন উনি (কৈলাশ মিশ্র) পঞ্চায়েত এলাকার বাসিন্দা নন। তা সত্বেও পঞ্চায়েত এলাকায় কিভাবে লোকজন নিয়ে বাইক নিয়ে উনি ঘুরছেন।