এই মুহূর্তে জেলা

হাওড়ায় তৃণমূলের প্রচারে চন্দ্রিমা।


হাওড়া, ২৭ জুন:- মঙ্গলবার হাওড়ায় পঞ্চায়েত ভোটের প্রচারে এসে পদযাত্রা, জনসভা থেকে শুরু করে জনসংযোগ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সাঁকরাইল বিধানসভার কান্দুয়ায় প্রচারে আসেন তিনি। কান্দুয়ায় বৃষ্টির দুর্যোগের মধ্যেও কর্মী সমর্থকদের ব্যাপক সাড়া ছিল। তারপর তিনি যান আন্দুলের ঝোড়হাটে। ঝোড়হাটে কালি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। তিনি সাংবাদিকদের বলেন, প্রচারে এসে হাওড়াতেও অভূতপূর্ব সাড়া পাচ্ছেন মানুষের মধ্যে। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন সারাদিন প্রচারে রয়েছেন তাই দিনহাটায় ঠিক কি হয়েছে বলতে পারবেন না।

তবে নির্বাচনে প্ররোচনা চলছে। বিরোধীরা পরিস্থিতি উত্তপ্ত করছে। এসব করে নিজেদের অস্তিত্ব জাহির করছে। রাজ্য নির্বাচন কমিশন একদিনে নির্বাচন করাতে চাইছে যাতে আপত্তি রয়েছে বিরোধীদের। এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিরোধীরা কি বলছে তাতে কিছু হবেনা।নির্বাচন কমিশন রাজ্য সরকারের সাথে আলোচনা করে দিনক্ষণ ঠিক করেছে। তিনি আরও বলেন কর্ণাটকে যদি একদিনে বিধানসভা নির্বাচন হতে পারে তাহলে এখানে পঞ্চায়েত নির্বাচন হবে না কেন।