এই মুহূর্তে জেলা

আদিপুরুষ’ ছবির ডায়ালগ নিয়ে বিতর্ক তুঙ্গে, হাওড়াতেও প্রতীকী গদা নিয়ে বিক্ষোভ।

হাওড়া, ১৮ জুন:- শুক্রবার মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ ছবির ডায়ালগ নিয়ে ইতিমধ্যেই সারা দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। হাওড়াতেও প্রতীকী গদা নিয়ে হলো বিক্ষোভ। রবিবার দুপুরে এই নিয়ে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিন মানব জয়সোয়াল নামের এক ব্যক্তি বেশ কিছু লোকজনকে সঙ্গে নিয়ে স্লোগান দিতে দিতে এসে গোলাবাড়ি থানায় এফআইআর করেন। প্রসঙ্গত, কথোপকথন এবং বিতর্কিত সংলাপের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয় এই সিনেমা।

অভিযোগ, রামায়ণ নির্ভর এই সিনেমায় এমন কিছু সংলাপ বা ডায়ালগ রয়েছে যা সাধারণ চলতি ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া গিয়েছে। যে কারণে এই ছবি মুক্তির প্রথম দিন থেকেই তা নিয়ে সর্বত্র সমালোচনা শুরু হয়েছে। ছবির সংলাপ যিনি লিখেছেন তাঁর বিরুদ্ধেই এদিন ক্ষোভ উগড়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা বলেন, এই ছবির প্রদর্শন বন্ধ করতে হবে। নতুবা হল এবং মাল্টিপ্লেক্সে বিক্ষোভ চলবে। হলের দর্শকদের কাছে এই নিয়ে প্রচার করা হবে।