হাওড়া, ১৭ মে:- বালি পৌরসভা এলাকায় প্রশাসনের নাকের ডগায় গজিয়ে উঠছে একের পর এক বেআইনি বহুতল। চলছে বিনা নোটিশে বিনা অনুমোদনে অবাধে প্রমোটিং। এবার এই নিয়ে বালি পৌরসভার এডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন পুরপিতা বলরাম ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমানে পৌর বোর্ড না থাকা সত্ত্বেও সেখানে দেখভালের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন।
তার প্রধান রয়েছেন হাওড়া জেলার এসডিও। তাদেরই এই বিষয়টা দেখা উচিত। তা সত্ত্বেও বালি পৌরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ডে বেআইনিভাবে বহুতল নির্মাণ হচ্ছে। এই অন্যায় অবিচার নিয়ে তিনি ক্ষুব্ধ। তিনি বলেন অবিলম্বে এই বিষয়টি পৌর প্রশাসকের দেখা উচিত।