এই মুহূর্তে কলকাতা

সরকারের কাজে আদালতের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন বিধানসভার অধ্যক্ষর।


কলকাতা, ১৪ এপ্রিল:- সরকারের কাজে আদালতের হস্তক্ষেপের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভা ভবনে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মালা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, আদালত এখন সব ব্যাপারে হস্তক্ষেপ করছে, এটা ঠিক নয়। আদালতের কিছু নিজস্ব ক্ষমতা অবশই আছে। সেটা কেউ অস্বীকার করছে না। কিন্তু আদালত যদি সব ব্যাপারেই নিজেকে সর্বোচ্চ ভাবে, সেটা গণতন্তের পক্ষে মঙ্গলজনক নয়। অধ্যক্ষ বলেন, এখন সংবাদপত্র খুললেই দেখা যায় কোনও না কোনও বিষয়ে আদালত হস্তক্ষেপ করছে।

গণতন্তের প্রতিটি স্তম্ভকেই স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। বিচার ব্যবস্থা বিচারের কাজ করবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে। এটাই সুষ্ঠু গণতন্তের লক্ষণ। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, আদালত সব বিষয়ে হস্তক্ষেপ করছে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত তৃণমূলের বহিস্কৃত যুবনেতা কুন্তল ঘোষের একটি চিঠি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। প্রেসিডেন্সি জেলে বন্দি কুন্তল সেখানকার সুপারের মাধ্যমে হেস্টিংস থানার কাছে ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। ওই চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য কুন্তলের উপর চাপ সৃষ্টি করছে। এমনকী এর জন্য তাঁর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে কুন্তলের অভিযোগ।