এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় সরকারের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১০ এপ্রিল:- রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপি শাসিত কেন্দ্র সরকারের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে এবার কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বিরুদ্ধে সুর চরান রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এলাকা অশান্ত করতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এটা খায় না মাথায় দেয়? এটা কাঁচা লঙ্কা না লবডঙ্কা? সব ব্যাপারে হিউম্যান রাইটস, মহিলা কমিশন, চিলড্রেন কমিশন, মিডিয়া কমিশন।’ এদিন সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে নাম না করে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মিডিয়াকে সকাল বেলা বলে দেয় এর খবর দেখাবে না। গণতন্ত্র কোথায়?’ এদিন রামনবমীর মিছিলে অশান্তি পাকানো নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ধর্মীয় মিছিলে অস্ত্র কেন নিয়ে যাবে, বন্দুক কেন নিয়ে যাবে। উন্মত্তের মত নৃত্য করেছে। মুঙ্গের থেকে লোক এনেছে। আমাদের এখানকার লোক দাঙ্গা করে না। মিলেমিশে থাকে। এদিন পুলিশের পাশেও দাঁড়ান পুলিশমন্ত্রী। তাঁর কথায়, ‘প্রথম দিকে ওরা এত অস্ত্র নিয়ে বেরিয়েছিল যে পুলিশ যদি দু’পক্ষকে আটকাত তা হলে অনেকে গুলিতে মারা যেতে পারত। সেই জন্য ১ ঘণ্টা ওরা ট্যাক্টফুলি খেলেছে।’