হুগলি, ৩ এপ্রিল:- ফের বিধায়কের নামে পোস্টার , রাজহাট পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জুড়ে বিধায়কের নামে পোস্ট পড়ল একাধিক জায়গায়, পোস্টারে লেখা শিক্ষক দুর্নীতির টাকা খাওয়া নেতাদের পঞ্চায়েতের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবেনা, নিচে অবশ্য লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।, এই পোস্টার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজহাট এলাকা জুড়ে, এ বিষয়ে রাজহাট তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপ কুমার জানান এই সবই বিজেপির চক্রান্ত, তৃণমূল কংগ্রেসের কোন ঝামেলা নেই,
কোন দন্ড নেই, বিজেপি নানান রকম চক্রান্ত করে তৃণমূলের মধ্যেই বিভক্ত করতে চাইছে, অন্যদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান , তৃণমূল ঐক্যবদ্ধ দল তার ভিতরে এইসব নেই, বিজেপি নিজেরাই গ্রামগঞ্জে প্রার্থী খুঁজে পাচ্ছে না তাই কি করবে চিন্তা করে না পেরে এই ধরনের কার্যকলাপ করছে। এর পাশাপাশি তিনি এও জানান এই ধরনের কার্যকলাপ করে কোন লাভ হবে না তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে বিপুল ভোটে জয়ী হবে।