কলকাতা, ৩ এপ্রিল:- রাজ্যের ১০০টির বেশি কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল কলেজ সার্ভিস কমিশন। অধ্যক্ষ নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। খুব শিগগিরই নিয়োগ তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের মধ্যে ২২০ জন ইন্টারভিউয়ে হাজির হয়েছিলেন। রাজ্যের যে সব কলেজে পূর্ণ সময়ের অধ্যক্ষ নেই, সেগুলির বেশিরভাগই গ্রামাঞ্চলের।
স্থায়ী অধ্যক্ষ না থাকার কারণে এই কলেজগুলির দৈনন্দিন কাজকর্ম সামলাতে হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষদের। এদিকে, রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারেও তৎপরতা শুরু করেছে বিদ্যালয় শিক্ষা দফতর। এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি করতে চলেছে বলে সূত্রে খবর। প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়মবিধিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে।