এই মুহূর্তে কলকাতা

পথ দুর্ঘটনা ও মৃত্যুর হার কমাতে, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিবহন দপ্তরের।

কলকাতা, ১ এপ্রিল:- রাজ্যে পথ দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর হার কমাতে পরিবহন দফতর স্পিড লিমিট ম্যানেজমেন্ট বা গতি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা তৈরি করবে। এর আওতায় রাজ্য জুড়ে বিভিন্ন সড়ক ও মহাসড়কে জায়গায় জায়গায় ক্যামেরা বসানো, দুর্ঘটনা প্রবণ জায়গায় বিশেষ চিহ্ন ও সংকেত দেওয়া, চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও লাগাতার সচেতনতা প্রচার করা হবে। সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচিকে সামনে রেখে ওই ব্যবস্থাপনা রূপায়নে স্কুল পড়ুয়া এবং পথ সুরক্ষা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাদেরও সামিল করা হবে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। সম্প্রতি তিনি পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত দপ্তর পুলিশ সহ রাজ্য সরকারের বিভিন্ন বিভাগকে নিয়ে গঠিত পথ নিরাপত্তা সংক্রান্ত সংস্থার একটি বৈঠকে বসেন। ওই সংস্থা চলতি বছরের রাজ্যের পথ দুর্ঘটনার সংখ্যা দশ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।

২০২২ সালে রাজ্যে মোট ৪৫ টি পথ দুর্ঘটনা ৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। পথ দুর্ঘটনা জনিত মৃত্যুহার কমাতে রাজ্য সরকার সার্বিক সচেতনতা প্রচারের উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গত বছর সুপ্রিম কোর্টের রোড সেফটি অডিট কমিটি রাজ্যে এসে সচেতনতা প্রচার বাড়ানোর পরামর্শ দিয়েছিল। স্কুল স্তর থেকে সিলেবাস ে পথ নিরাপত্তার বিষয়টি বাধ্যতামূলক করা ছিল যার মধ্যে অন্যতম। পরিবহন মন্ত্রী জানিয়েছেন স্কুলের পাঠ্যে পথ নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা চলছে। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৭০০ কোটি টাকার একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। যার মধ্যে ১০০ কোটি টাকা পথ নিরাপত্তা প্রকল্পের আওতায় এবং অন্যান্য দফতর থেকে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষিত সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় রাজ্যের পথ দুর্ঘটনায় মৃত্যু হার অনেকটাই কমেছে। আগামী দিনে তা শূন্যে নিয়ে আসতে এই উদ্যোগ।