এই মুহূর্তে জেলা

রাহুলের সাংসদ পথ খারিজের প্রতিবাদে, কংগ্রেসের বিক্ষোভ শ্রীরামপুরে।

হুগলি, ২৫ মার্চ:- জাতীয় কংগ্রেসের বিক্ষোভে স্তব্ধ হয়ে গেল শ্রীরামপুর বটতলা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা কেন্দ্র করে শনিবার দুপুরে শ্রীরামপুরে পথ অবরোধে নামলো কংগ্রেস। প্রায় ৩০ মিনিট পথ অবরোধ চলার পর শ্রীরামপুর থানার পুলিশ অবরোধ কারী দের হটিয়ে দেয়।

এরপরই বেশ কয়েকজন কংগ্রেস কর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ। এদিকে দিনের ব্যাস্ত সময়ে যানবাহন স্তব্দ করে এই অবরোধ চলায় চরম ভোগান্তিতে পরে পথ চলতি মানুষেরা।