এই মুহূর্তে কলকাতা

রাজভবনে আটকে থাকা বকেয়া ফাইল দ্রুত খতিয়ে দেখার নির্দেশ রাজ্যপালের।


কলকাতা, ৭ মার্চ:- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, বকেয়া ফাইল ও বিভিন্ন বিলের নিষ্পত্তিতে রাজভবন এবার থেকে ফাস্ট ট্র্যাক মোডে কাজ করবে। রাজভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজভবনে প্রচুর ফাইল আটকে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছেন। রাজ্যপাল তা খতিয়ে দেখে জানতে পারেন

আটকে থাকা ফাইলের মধ্যে বেশিরভাগই শিক্ষা সংক্রান্ত। এই নিয়ে আলোচনার জন্যই শিক্ষামন্ত্রীকে তিনি রাজভবনে ডেকেছিলেন।শিক্ষামন্ত্রী রাজ্যপালকে জানিয়েছেন, তাঁর দেখানো পথে এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজভবন ও সরকার একসঙ্গে কাজ করবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রাজভবনে এডুকেশন কনক্লেভ আয়োজনের প্রস্তাব দিয়েছেন বলেও রাজভবনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।