হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- রাতের শহরে আবারও দুর্ঘটনা হাওড়ায়। কাজ থেকে ফেরার পথে মালবাহী লরি পিষে দিলো স্কুটি আরোহী যুবককে। জানা গেছে, মৃতের নাম মহ: সোহেল বয়স ১৮। বাড়ি হাওড়ার পিলখানায়। তিনি বাঁকড়ায় কাজে এসেছিলেন। বাড়ি ফেরার পথে হাওড়ার দাসনগর রেল ব্রীজের নীচে একটি মালবাহী লরি স্কুটিতে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তখন তাঁর শরীরের উপর দিয়ে ওই লরিটি চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
ঘটনাস্থলে ওই যুবকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। দাসনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। বাড়ির লোককেও খবর দেওয়া হয়। ঘটনাটি ঘটে রবিবার রাতে। ঘাতক লরিটি পুলিশ আটক করেছে। যদিও গাড়ির চালক পলাতক। দাসনগর থানার পুলিশ চালকের খোঁজ করছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।