হাওড়া, ১৭ জানুয়ারি:- সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। এই ঘটনায় ঘরের মধ্যেই আটকে পড়েন মানসিক ভারসাম্যহীন বয়স্ক দুই ভাইবোন। দমকলের তৎপরতায় এদের সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর হাওড়ার সালকিয়া অরবিন্দ রোড এলাকায় সোমবার রাত প্রায় দুটো নাগাদ একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়লে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। দমকলে খবর দেওয়া হয়।
দমকলের তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। যেই বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়িতে আটকে ছিলেন মানসিক ভারসাম্যহীন বয়স্ক দুই ভাইবোন। দমকলের আধিকারিকরা দ্রত সেখানে পৌঁছে বাড়ি থেকে তাঁদের অক্ষত অবস্থায় ঘরের মধ্যে থেকে বাইরে বের করে নিয়ে আসেন। এরপর প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় হতাহতের খবর না থাকলেও এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি।