রামপুরহাট , ১৪ ডিসেম্বর:- ‘’মৃতদেহ ফেরত নেব না ,,লালন সেখের স্ত্রী মন্তব্যের পর তৎপরতার সাথে বগটুই গনহত্যার তদন্তের জন্য নেওয়া সিল বাড়ির তালা খুলতে দেখা গেল CBI কে। বগটুই গ্রামে গিয়ে ফের নিহত পরিবারের কাছে কটাক্ষের মুখে CBI। সিল তালার চাবি খুয়িছে CBI এমনি ঘটনা উঠে আসে। ঘন্টা খানেক চলে নাটকীয় পরিস্তিতি, শেষ মেস বীরভূম জেলা পুলিস ও কেন্দ্রের গোয়ন্দাদের উপস্তিতে বাড়ির তালা ভাঙে নিহত পরিবার। প্রথম দিকে সিবিআই কে বলা হয় তালা ভাঙার জন্য পরিবারের তরফে। CBI হেফাজতে বগটুই গণ্যহত্যার মুল অভিযুক্ত অস্বাভীক মৃত্যু ঘীরে তোলপার কান্ড। দীর্ঘক্ষন চলে টানাপোড়ন পরিস্তিতি। ময়নাতদন্তের পরও দেহ নিতে নারাজ পরিবার। নিহত পরিবারের তরফে দাবি উঠেছিল, আমদের ঘর বাড়ি সিল করেছে সিবিআই ‘বডি নিয়ে কী করবো? এরপর ১৩ জিসেম্বর ৮ঃ২০ নাগাদ CBI ‘ ৩ ,আধিকারীক সহ তাদের আইনজীবী গিয়ে ।তদন্তের জন্য করা সিল বাড়ি খুলে দেয় সিবিআই। এই কর্মে সামিল ছিল রাজ্য পুলিশ ও কেন্দ্রের বহু বাহিনী মূলত্য CBI এর নিরপত্তার জন্য গ্রামে হাজির হয়েছিল। এরপর শুরু নাটকীয় মোড়, সিল বাড়ির তালার চাবি গিয়েছে হারিয়ে CBI এর কাছ থেকে।
পরিবার তরফে আমদের তালার চাবি দিন না হলে, আপনারা তালা ভেঙে দিন। এই তালার চাবি কোথায় আপনাদের কাছে থাকা উচিত। থেমে থাকে নিহত পরিবারের সদস্যরা এখানে, ঘন্টা খানেক কাটতেই CBI ও রাজ্য পুলিসের সামনে নিহত পরিবারের সদস্যদের ভাঙতে বলে তালা সিবিআই। তালা ভেঙে ঘরে ঢুকতেই লালন সেখের পরিবার অভিযোগ তোলে সিবিআইয়ের বিরুদ্ধে। বাড়ি সিল করার পর চুরি গেছে সোনার গহণা, গুড়িয়ে গেছে বাড়ির আসবাস পত্র। বাড়িতে ঢোকার পরও আবারও ভুয়াসী প্রশংসা করে রাজ্য পুলিসের । কিন্তু অপরদিকে CBI এর বিরুদ্ধে চুরির অভিযোগ সহ হার্ড ডিস্ক নিয়ে গেছে CBI এমনি অভিযোগ তোলে। নীচের রুমে টিভির পিছনে থাকতো বাড়িতে লাগানো সিসিক্যামেরার হার্ড ডিস্ক। এমন দাবি করে বাড়ি লালন সেখের পরিবারে এক মহিলা সদস্য। কী এমন ছিল হার্ড ডিস্কে? প্রশ্ন বগটুই গণহত্যা মামলা এখনো বিচারধীন তবুও সিল করা বাড়ি খোলা দেওয়া হলো কেন? পরিবার দেহ ফেরত নিতে নারাজ ছিল।রেখে ছিল দাবি সেই কারণে এই তৎপরতা? বিপাকে পড়েছিল সিবিআই ও রাজ্য পুলিস ?