এই মুহূর্তে জেলা

আবাসনের জল ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় সমস্যায় গোন্দলপাড়া জুট মিলের শ্রমিকরা।

হুগলি, ৩ ডিসেম্বর:- শ্রমিক আবাসনে জল ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় মহা সমস্যার মধ্যে পড়ে গেল চন্দননগর গোন্দলপাড়া জুটমিল শ্রমিক আবাসনের প্রায় তিন হাজার মানুষ। অনেকদিন হয়ে গেল এই জুটমিল বন্ধ রয়েছে। এর আগে লাইট জলের লাইন কেটে দিয়েছিল মিল কর্তৃপক্ষ। আবার লাইট জল কেটে দেওয়া হল। এই আবাসনে অনেক ছাত্র ছাত্রী রয়েছে। তাদের পরীক্ষা চলছে। পড়ার সমস্যা হচ্ছে বিদ্যুৎ না থাকার জন্য।

দূর থেকে জল নিয়ে আসছে আবাল বৃদ্ধ বনিতা। পায়খানায় জল দিতে না পারায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।জল লাইট না থাকলে কি সমস্যা হয় এখানে এলে বুঝতে পারা যাবে। শ্রমিকদের মিল বন্ধের পাশাপাশি সামাজিক সমস্যা দেখা দিল। তারা বলল এরপর ডেঙ্গি ছড়িয়ে পড়বে এই এলাকায়। দ্রুত এই সমষ্যার সমাধানের দাবি জানায় তারা। দুঃখে কষ্টে শ্রমিক পরিবার বলে উঠলো আমাদের জহর খাইয়ে মেরে দিক।