কলকাতা, ২৯ নভেম্বর:- বিজেপির চাপে নতিস্বীকার করে তিনি নিজের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়ে দিলেন মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র। এ নিয়ে দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি। এদিন সাবিত্রী বলেন,আমি যা বলেছি সেটা বাস্তব। কোথায় জনসভা হচ্ছে সেই খবরই রাখেন না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সভা ছিল রতুয়াতে তিনি বলছেন মানিকচকে। ওরা সতর্ক থাকলে, আমি সতর্ক থাকব। আর যদি ওরা সতর্ক না থাকে তাহলে আমি সতর্ক থাকব কি করে। তারা মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন বলছেন। তৃণমূলকে অশালীন কথা বলছেন। তাদের থেকে সংস্কৃতি শিখতে যাব না আমি।
এদিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে সাবিত্রী মিত্রের বিরুদ্ধে মঙ্গলবার বিধানসভার উল্লেখ পর্বে নিন্দা প্রস্তাব আনে বিজেপি। অধ্যক্ষ আলোচনায় সম্মত না হওয়ায় ওয়াক আউট করে বিজেপির পরিষদীয় দল। বিধায়ক অগ্নিমিত্রা পলের অভিযোগ গুজরাটিদের স্বাধীনতা সংগ্রামে কোন ভূমিকা ছিল না বলে জানিয়েছেন সাবিত্রী মিত্র। এছাড়াও নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার বদলে নিজের বক্তব্যেই অনড় ছিলেন তিনি। তাই প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ ত্যাগ করেছেন তাঁরা। অন্যদিকে সাবিত্রী মিত্রের বলেন তিনি কোনও ভুল কথা বলেননি। তিনি গুজরাটি বলতে মোদি-শার কথাই বলতে চেয়েছেন।