প্রদীপ সাঁতরা,৭ ডিসেম্বর:- হায়দ্রাবাদ উন্নাওয়ের মতো ঘটনার জেরে আরও সতর্ক হয়ে উঠল কলকাতা পুলিশ। শুক্রবার রাতে শহরের বিভিন্ন প্রান্তে কলকাতা পুলিশের বিশেষ মহিলা টিম “উইনার্স” এবং লালবাজারের অ্যাটি রাউডি সেকশনের অফিসাররা যৌথভাবে অভিযান চালায়। বিশেষ নজর দেওয়া হয় পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটের মতো হাই প্রোফাইল জায়গাগুলিকে। অভিযান চালানো হয় পার্ক সার্কাস, বেনিয়াপুকুরের মতো এলাকাতেও ।
উইনার্স টিমে ছিলেন ৮জন মহিলা পুলিশ কর্মী। প্রায় ১৪ জন ইভটিজারকে আটক করা হয় রাতেই। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন রাস্তায় টহল দিতে থাকে এই যৌথ বাহিনী। হায়দরাবাদের ঘটনার পুণরাবৃত্তি রুখতেই তৎপর হল কলকাতা পুলিস? পুলিশের এক উচ্চপদস্থ কর্তা অবশ্য বলেন, সারা বছরই মানুষের পাশে, মানুষের সঙ্গে থাকে কলকাতা পুলিস। প্রতিদিন রাতেই আমাদের টহলদারি চলে। রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং করা হয়।
শুক্রবার রাতেই নেতাজিনগর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং করা হয়। মদ্যপ অবস্থায় বাইক চালানো ও ইভটিজারদের ধরপাকড় চলে রাতভর। এই ঘটনায় মোট ৬০ জনকে গ্রেফতার করা হয়। ৫১টি মোটরবাইক আটক করা হয়।