হুগলি, ১৪ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় মোবাইল ভ্যান পরিষেবা চালু করল শ্রীরামপুর পুরসভা। সোমবার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড থেকে ভ্রাম্যমান ভ্যান যাত্রা শুরু করে। পুরসভা সূত্রে জানানো হয়েছে ডেঙ্গি কবলিত ওয়ার্ড গুলিতে মোবাইল ভ্যান টহল দেবে। জ্বর জ্বালার উপসর্গ থাকলে মোবাইল ভ্যানেই ডেঙ্গির রক্ত পরীক্ষা করা হবে।
প্রয়োজনে ডেঙ্গি আক্রান্ত কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করবে পুরসভা। এ দিনের কর্মসূচিতে হাজির ছিলেন পুরপ্রধান গিরীধারী শা, চেয়ারম্যান ইন কাউন্সিল পিন্টু নাগ ও সন্তোষ কুমার সিংহ, তিয়াসা মুখোপাধ্যায় ও ওয়ার্ড কাউন্সিলর শর্মিষ্ঠা দাস। এ দিন গিরীধারি বলেন, ডেঙ্গি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গির প্রকোপ মোকাবিলায় মোবাইল ভ্যান চালু করা হল।