হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- সাঁতারে প্রথম বাঙালি হিসেবে উত্তরের নর্থ চ্যানেল জয় করে ফেরা রিমোকে হাওড়া স্টেশনেই বিজয়ীর সম্বর্দ্ধনা দেওয়া হলো। বাংলার প্রথম সাঁতারু হিসেবে নর্দান আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড চ্যানেল জয় করেন হাওড়ার সালকিয়ার সাঁতারু রিমো সাহা। সেই জন্মলগ্ন থেকেই বিশেষভাবে সক্ষম রিমো। ইতিমধ্যেই একের পর এক চ্যানেল জয়ের মুকুট রয়েছে তাঁর মাথায়। বুধবার হাওড়া স্টেশনে ফেরার পরেই তাঁকে সম্বর্ধনা দেন উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী এবং ওই এলাকার বাসিন্দারা।
রিমো জানান, তাঁর এই অভিযানের জন্য যখন অর্থের প্রয়োজন পড়েছিল তখন রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর থেকে শুরু করে বিধায়ক গৌতম চৌধুরী সবসময় পাশে দাঁড়িয়ে অনেক সহযোগিতা করেছেন। এখন মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ একটা সরকারি চাকরির। সেটা হলেই আগামী বছর ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার সহ অন্যান্য ইভেন্টে তিনি অংশ নিতে চান। বিধায়ক গৌতম চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী না থাকলে রিমো আজকে এই জায়গায় ইভেন্টে যেতে পারত না। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। রিমো যাতে সরকারি চাকরি পায় সেটাও ক্রীড়া দপ্তরের কাছে জানাব।