এই মুহূর্তে জেলা

জাঙ্গিপাড়ায় মন্ত্রীর সামনেই গ্যাসের দাম বৃদ্ধিতে সরব গ্রামবাসীরা।

সুদীপ দাস, ২১ সেপ্টেম্বর:- তিনদিনের সফরের শেষ দিনে দলীয় কর্মীদের নিয়ে অমৃত মহোৎসব পদযাত্রায় যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল। আজ জাঙ্গিপাড়া থানার বোরোল মোড় থেকে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা যায়। পরে সেখানে একটা পথসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সফরের শেষ দিনে জাঙ্গিপাড়া বিধানসভার আঁটপুর, রাজবলহাট সহ বিভিন্ন এলাকার যান কেন্দ্রীয় এই মন্ত্রী। গ্রামে গিয়ে মহিলাদের সাথে কথা বলেন। মন্ত্রীর সামনেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, ১০০ দিনের কাজের দাবি তোলেন গ্রামবাসীরা।

এরপর দুপুরে ২৯ বছর আগে সিপিএম এর হাতে খুন হওয়া বিজেপি কর্মী আনন্দ মালিকের বাড়িতে মধ্যান্ন ভোজ করেন স্মৃতি ইরানি। মেনুতে ছিল ভাত, ডাল, শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, শুকতো, আলু পোস্ত, পাঁপড় এবং টম্যাটো ও খেঁজুরের চাটনি। মন্ত্রী বাড়িতে খাওয়ায় খুশি পরিবার। তাদের কোনো কাজের প্রতিশ্রুতি না দিলেও আশায় রয়েছে মালিক পরিবার। যদিও এবিষয়ে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা তমাল শোভন চন্দ্র বলেন ভোট আসলেই কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের গরীবের বাড়িতে খাওয়ার কথা মনে পরে যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই নির্বাচনের আগে গরীবের বাড়িতে ভাত খেতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।