এই মুহূর্তে কলকাতা

শান্তিনিকেতনে শিশু হত্যার সিবিআই তদন্তের দাবি বিজেপির।

কলকাতা, ২১ সেপ্টেম্বর:- বিজেপি শান্তিনিকেতনে শিশু হত্যায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। রাজ্য বিধানসভায় আজ এই ঘটনায় বিজেপির পরিষদীয় দল পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে। তবে অধ্যক্ষ তার অনুমতি না দেওয়ায় বিজেপি বিধায়করা সভা থেকে ওয়াক আউট করে বাইরে এসে বিক্ষোভ দেখায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে বিধানসভায় এসে অসত্য বলেছেন এবং ইডি ও সিবিআই-এর বিরুদ্ধে প্রস্তাব এনেছেন।

তবে এই শিশু হত্যার ঘটনায় নীরব। তিনি বলেন, দলের সংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল শান্তিনিকেতনে ওই শিশুর পরিবারের সঙ্গে দেখা করবে। বিরোধী দলনেতা এই ঘটনায় অভিযুক্তদের ফাঁসিরও দাবি জানিয়েছেন।